মুন্সিগঞ্জ প্রতিনিধি :
দেশে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ সিরাজদিখানে ইছাপুরা চৌরাস্তা- বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। ১৩ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এএসআই মো. মনির হোসেন ,এএসআই মো. রাজু শেখ। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, ব্যবসায়ী বাবুল হোসেন, আব্দুল করিম শেখ , খায়রুল ইসলাম, মো. সেলিম , জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ সরকারি নির্দেশ, ব্যাপকভাবে বাস্তবায়ন করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান । যে কোনো দোকান, বিপণিবিতানে মাস্ক পরা ছাড়া ক্রেতা, বিক্রেতা ও কর্মচারীদের প্রবেশ, পণ্য বিক্রি এবং সেবা দেওয়া বন্ধ রাখতে বলেন । তিনি এও বলেন, চৌরাস্তা – বাজারের মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা – আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। করোনা সংক্রমণ রোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন এবং মাস্কবিহীন ক্রেতা প্রতিষ্ঠানে প্রবেশ করলে, তাকে সেবা দেওয়া থেকে বিরত থাকবেন। দৈনিক সকালবেলা প্রতিনিধিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার জানান।ইউরোপ-আমেরিকাসহ সারা পৃথিবীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। আসন্ন শীত মৌসুমে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করতেই দোকান মালিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।