Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে বাবার মৃত্যুবার্ষিকীতে ডাক্তার মেয়ের উদ্যোগে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
--প্রেরিত ছবি

সিরাজদিখানে বাবার মৃত্যুবার্ষিকীতে ডাক্তার মেয়ের উদ্যোগে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্যবিধি মেনে পিতার মৃত্যু বার্ষিকীতে ডাক্তার মেয়ের আয়োজনে চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় । আজ ২ রা এপ্রিল শুক্রবার উপজেলার দক্ষিণ মধ্যপাড়ায় মরহুম আবুল হোসেন ফকিরের বাড়িতে ডাক্তার চৈতি আক্তারের আয়োজনে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার শতাধিক
মানুষকে বিনা-মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডাক্তার চৈতি আক্তারের পিতা মরহুম আবুল হোসেন ফকিরের (১০তম ) মৃত্যু বার্ষিকী উপলক্ষে চৈতির নিজ উদ্যোগে চার শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান ও আর্থিক অস্বচ্ছলদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ সময় লতিফ নিটিং মিলস লিমিটেড ও ইছাপুরা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে দুই হাজার মাস্ক এবং দুইশত টি সার্ট বিতরণ করা হয়। সাথে রক্তের গ্রুপ নির্ণয়, আড়াই শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয় । চিকিৎসা প্রদান করেন ডাক্তার চৈতী আক্তার, ডাক্তার মুশফিকুর রহমান খান, ডা. আসাদুল ইসলাম অপু, ডা. আজমিরি আলী, এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজী মির্জা হায়দার নেকবর, মধ্যপাড়া ইউপি
চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি আব্দুল মোতালেব বেপারী, সহ-সভাপতি জামিল শেখ, মধ্যপাড়া ৬ নং মধ্যপাড়া ইউপি সদস্য ওমর ফারুক তালুকদার, ইছাপুরা জেনারেল হাপাতালের চেয়ারম্যান রুমন হাবিব, লতিফ নিটিং মিলস লিমিটেডের পরিচালক লায়ন হাজী মিজানুর রহমান টিটু, সাবেক ইউপি সদস্য বাচ্চু ফকির, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নিঃস্বার্থ সামাজিক সংগঠনের সভাপতি শ্রাবন মাহমুদ, হালিম ফকির, ইমন ফকির,পলাশ মাহমুদ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply