Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানান আয়োজনে পালন

সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানান আয়োজনে পালন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানান আয়োজনে পালন করেছে ইছাপুরা ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
রবিবার (১০ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলার সরকারি বিক্রমপুর কে.বি. কলেজ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়ন সভাপতি কমল কৃষ্ণ পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলহাস শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া, কে বি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদ উল্লাহ বাহার বাবু, ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়নের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ,কার্যকরী সদস্য কামাল আহমেদ, কার্যকরী সদস্য হুমায়ুন কবির লিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিক্রমপুর কে. বি. কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদাক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর মোশাররফ হোসেন সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ তালুকদার, প্রচার সম্পাদক ইলিয়াস সরদার, উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. রাসেল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, কে বি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার শেখ হীরা, বর্তমান সাধারণ সম্পাদক মো. মাসুম চৌধুরী, মানবাধিকার কর্মী আজিজ রানা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের চেতনায় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে অস্তমিত স্বাধীনতার সূর্য পুনরুদ্ধার করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply