মোঃ আমির হোসেন ঢালি, সিরাজদিখান(মুন্সিগঞ্জ)প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধ ও সুদের টাকা লেন-দেন নিয়ে এক পক্ষকে ফাসাতে অপর পক্ষের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে । গতকাল শনিবার সকাল ৯ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামের বিশ্বকর্মা মন্দিরে প্রতিমা ভাংচুর করে। কেয়াইন ৭ নং ইউপি সদস্য অমল কুমার মন্ডল ও বিশ্বকর্মা মন্দিরের সভাপতি সঞ্জিত মন্ডল জানান, লক্ষীবিলাস গ্রামের নুরু শেখের স্ত্রী মিনি বেগমের সাথে পাশের বাড়ীর সচীন্দ্র মন্ডলের ছেলে দয়াল মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত এবং সুদি টাকা লেন-দেন নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভাবে একাধিকবার বিচার-শার্লিসও হয়েছে । দু’পক্ষের বিরোধের ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে ফাসানোর জন্য মন্দিরে ডুকে স্বরসতী,লক্ষী,জয়-বিজয়,হাতি ও বিশ্বকর্মার মূর্তি ভাঙচুর করে । সিনিয়র সহকারী পুলিশ সুপার(সিরাজদীখান সার্কেল) রাজিবুল ইসলাম ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব ।