সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( উএনও) আশফিকুন নাহারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকরা। গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে সিরাজদিখান উপজেলার সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ। স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ এর কথা মনে করিয়ে দেন এবং আমাদের কে পাশে রেখে কাজ করানোর জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বয়রাগাদী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সজিব আহমেদ বলেন, আমরা সবসময় স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত রয়েছি, আপনার জায়গায় যে আসবে সেও যেন আমাদের কে নিয়ে কাজ করে সেই রাস্তাটি আপনি তৈরি করে দিয়ে যাবেন। ইছাপুরা ইউনিয়নের স্বেচ্ছাসেবী রহমতউল্লাহ রাজন বলনে,মেডাম আপনি বৈশ্বিক মহামারী করোনাকালে যেভাবে আমাদের মত স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করে,সিরাজদিখান উপজেলার প্রত্যন্ত এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন,আমরাও আপনার মাধ্যমে কাজ করতে পেরে আনন্দ পেয়েছি। আপনি যেখানে থাকেন আমাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কাছে রাখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারউপস্থিত স্বেচ্ছাসেবীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে,নিবার্হী কর্মকর্তা বলেন, আমি দীর্ঘ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে কাজ করছি,আপনাদের কার্যক্রম আমি দেখেছি,আপনাদের নিয়ে কাজ করেছি। বৈশ্বিক মহামারীতেও আপনারা আমাকে সহযোগিতা করেছেন এজন্য ধন্যবাদ। আমার পরে যে আসবে তার সাথে আপনারা কাজ করতে পারেন, সেই সহযোগিতা আমি আপনাদের করব। আমার পাশেই যিনি রয়েছেন আপনাদের সিরাজদিখান উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, তিনি থাকবেন তার মাধ্যমে আপনারা কাজ করবেন। এসময় সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মো.মিলন, মনিকা মনি, সোয়েব ইসলাম,আমিনন উদ্দিন,মাহমুদুর রহমান,মো. হামজ্বাল, মো. রাজু ,মোরসালিন,ইমতিয়াজ মুন্সি, আমেনা আক্তার লিজা,মোঃ তুষার ইমরান, শিহাব আহমেদ, মো. পলাশ হাওলাদার, মো.তুষার,মেরাজ হোসেন,মোহাম্মদ ওমর ফারুক সয়ন,শুভংকর কুন্ডও আশিক শেখ প্রমুখ।