সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরাকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল সকাল ৯ টার দিকে স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয় হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. মো. ফরিদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ কে এম তাইফুল হক, মেডিকেল অফিসার ডা. রতন কৃষ্ণ শাহা, মেডিকেল অফিসার সার্জারী শিহাব আল মশিউর, মেডিকেল অফিসার সৈয়দা জামিলা হোসেন হলি,মেডিকেল অফিসার উম্মে আয়েশা কাশফি, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. নাসিমা বেগম,মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান রাজিব, মেডিকেল অফিসার ডা. রুবানা মেহেরাজ, মেডিকেল অফিসার ডা. খন্দকার আশেক মাহমুদ, মেডিকেল অফিসার ( শিশু) ডা. মো. রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. আলমগীর গাজী, হিসাব রক্ষক মো. ফিরোজ হোসেন, স্যাকমো মো. আবু সাঈদ, ক্যাশিয়ার মানসুরা খাতুন , এমটি ল্যাব মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র স্টাফ নার্সসহ আরো অনেকেই।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. বদিউজ্জামান পদন্নোতি পেয়ে ২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক পদে যোগদান করেন। এতে করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদটি শুন্য হয়ে যায়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্বাহী আদেশে ৩ নভেম্বর ডাক্তার আঞ্জুমান আরাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয় । ডা. আঞ্জুমান আরা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ৮ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।