সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর রোববার সকালে ইছাপুরা চৌরাস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার,চৌধুরী ইন্টারপ্রাইজ মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চালের বস্তা, ইছাপুরা ইউনিয়নের ৩২২ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে হতদরিদ্র কার্ডধারীদের মাঝে চালের বস্তা তুলে দেন।
চৌধুরী এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সাল থেকে দরিদ্রের মধ্যে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই শ্লোগান কে সামনে রেখে “খাদ্য বান্ধব কর্মসূচি” চালু করেছেন। এই কর্মসূচীর মাধ্যমে পঞ্চাশ লক্ষ পরিবারকে পরিবারপ্রতি মাসিক ত্রিশ কেজি করে চাল মাত্র ১০ টাকা কেজি দরে দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চার বছর যাবৎ আমি এই কার্যক্রম নির্ভুলভাবে চালিয়ে যাচ্ছি।