সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ভর্তির ফলাফল লটারীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সোমবার (১১জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এই লটারি অনুষ্ঠিত হয়। অনলাইনের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ৩৫৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন তার মধ্যে লটারির মাধ্যমে ১৭৫ জন ভর্তির সুযোগ পান । ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, ইছাপুুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবু চৌধুরী, সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পারভীন বেগম, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর মোশাররফ হোসেন সুমন, ভবানীপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ আমিন। অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি কমল কৃষ্ণ পাল, কুসুমপুর ৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার আমির হোসেন রিপন, আতিকুর রহমান আতিক, শামসুদ্দিন আহমেদ টুলু, আবুল হোসেন, টগর আহমেদ বাবু প্রমুখ।