সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে -সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, গুজব প্রতিরোধে সামাজিক নিরসন বিষয়ক ইমামগনের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (২৭ জুন) সকালে সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে, দরগাপট্রি জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, জেলা আওয়ালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দীন ফারুকী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ ।
স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন, সিরাজগঞ্জ পুলিশ লাইন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ, দোয়া ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দীক। মতবিনিময় সভায় জেলার প্রায় শতাধিক মসজিদের ইমাম/খতিবরা উপস্থিত ছিলেন।