সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের জাতীয় জুট মিল সহ বন্ধ করে দেওয়া দেশের ২৫টি পাটকল অবিলম্বে চালু করা, জাতীয় জুট মিলের শ্রমিকদের পাওনা টাকা অবিলম্বে পরিশোধ, পাট শিল্প শ্রমিক ও পাটচাষী বাচাতে ভুলনীতি ও দূনীতির বিরুদ্ধে আন্দোলন জোরদার করার লক্ষ্যে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ এর আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্বয়ারে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব আহমেদ মুন্না, জাতীয় জুটমিল রক্ষা সংগ্রাম কমিটি’র আহবায়ক শহিদুল ইসলাম, নাগরিক পরিষদের সদস্য ও ওয়ার্কাস পাটির সভাপতি আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জের আহবায়ক বরকত উল্লাহসহ অন্য অন্য নেত্ববৃন্দ। এছাড়া পদযাত্রায় অংশগ্রহন করেন পাটকল শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মি, পাটচাষিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।