সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী
গ্রেফতার। রবিবার (৩১ জানুয়ারী ) দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে অত্র
ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার
প্রণব কুমার সরকার এবং স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী
কমান্ডার,(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ
এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামস্থ ফুড ভিলেজ প্লাস হোটেলের
দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ৪৮৫
বোতল ফেন্সিডিল, ০১ টি গাড়ি যার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৩-২৮১৭, সিম সহ ০৬ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০০/- টাকা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর পীরগঞ্জ থানার নখার পাড়া গ্রামের মৃত সিরাজুল
ইসলামের পুত্র ওয়াজেদ আলী (৩৬), ধন শালা গ্রামের মোঃ খায়বার আলী পুত্র মোঃ
তাহারুল ইসলাম (২৬) ও গাজীপুর সদর উপজেলার গাজীপুরা দক্ষিন পাড়া গ্রামের
মোঃ আক্কাস আলীর পুত্র আফাজ উদ্দিন (৩৮)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ১৩(গ) ধারায় মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাদের কে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

--প্রেরিত ছবি