সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার(২৮ ডিসেম্বর) দুপুর ০১.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দৌলতপুর গ্রামস্থ মাছের আড়ত সংলগ্ন রাকিব হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশী চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল, নগদ ৮,১০০/- টাকা ও ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা নাটোর সদর থানার, মলিপাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকনের পুত্র শামীম হোসেন সমেন(৩৭),ও কানাইখালী গ্রামের মোহাম¥দ আলীর পুত্র তারেক আজিজ রকি(২৭) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১০(ক), ৩৬ এর ১৩(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সহ তাদের সলঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে।