Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহারের নিদের্শনা মানছেন লোকজন

 
ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে সামাজিক দুরত্ব ও মাক্স ব্যবহারের নির্দেশনা মানা হচ্ছেনা। মাস্ক ব্যবহার,স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলে ও তা সাধারণ মানুষজন মানছেনা। এই বিষয়ে সচেতনতামুলক প্রচার প্রচারনা চালালে তাহলে লোকজন মাস্ক ব্যবহারের প্রতি ঝুঁকতো। 
২২ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিন মাথা, শাপলা চত্তর,স্কুল গেইট,পুরাতন পুলিশ বিট, ষ্টেশন,পশ্চিম গলি,বাঁশঘাটা পয়েন্ট এবং বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর,পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও ইউনিয়নের পাড়ামহল্লাও উপবাজার সমুহে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেনা এবং সামাজিক দুরত্বও মানছে না। যানবাহন বসাকালীন বা মিটিং চলাকালীন সময়েও মাস্ক ব্যবহার করেনা। হোটেল রেস্তোরা বা কুলিং কর্ণারে আড্ডাতে মুখে মাস্কের কদর তেমন চোখে পড়েনা। তবে কিছু কিছু লোকজন স্বাস্থ্য বিধিসহ মাস্ক ব্যবহার করছে।  
এতকিছুর পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মান ছেনা সাধারণ লোকজন। বাজারে উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। মাস্ক ব্যবহারতো দূরের কথা স্বাস্থ্যবিধিও মানছেনা অনেকেই।  পল্লী চিকিৎসক আবদু সালাম,রেহেনা নোমান কাজল,জসিম উদ্দিন জানান, বর্তমান সময়ে মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার,স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে। 

About Syed Enamul Huq

Leave a Reply