অনলাইন ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। সব সময় দুর্বলতা অনুভব করছেন। এর মাঝেই মুহিতকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ সময় এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার স্ত্রী সেলিনা মোমেনও ছিলেন। স্বাস্থবিধি মেনে তারা সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং সাবেক অর্থমন্ত্রীকে অভয় দেন। আগের দিনই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ৮৭ বছর বয়সী মুহিত এমন শারীরিক অবস্থার মধ্যেও বই-পত্রিকা পড়তে চাইছেন। ওই দিনই তাকে বেশ কয়েকটি বই ও পত্রিকা পাঠানো হয়।
উল্লেখ্য, আবুল মাল আব্দুল মুহিত কভিড ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। তার বাসার প্রায় সবাই করোনায় আক্রান্ত। যে কারণে তাকে বাসায় না রেখে হাসপাতালে রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এটা নিয়েই দুশ্চিন্তা করছেন ডাক্তাররা। ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন মুহিত। তিনি স্বাধীন বাংলাদেশে প্রায় সব সরকারেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।