অনলাইন ডেস্ক:
তখন রাত ১০টা। মোবাইল ফোনে বান্ধবীর কল বেজে উঠলো। পাশের রুমেই বাবা-মা ও ভাই-বোন। অগ্যতা প্রতিটি রাতের মতোই ফোন নিয়ে কথা বলতে বলতে বাগানে হাঁটছিলো নিশাত নাসিম। বাগানের ভিতর অন্ধকারে বিষাক্ত সাপ ছোবল মারলো তার পায়ে। মাত্র আধঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লো সে। নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের আকরাম হোসেনের ছেলে ও নাটোর এনএস কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নিশাত নাসিম (২১) বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করে। মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, গত রবিবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির পাশে বাগানে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় মারে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে আধঘন্টা পর তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।