সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা বাইপাস এলাকার একটি জলাশয় থেকে আজ সকালে মস্তকবিহীন মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম ইয়াছিন আলী (৪০)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুরের মৃত শাহাবাজ মোল্যার ছেলে। পেশায় চা বিক্রেতা ও ভ্যান চালক ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে তার স্ত্রী এসে মরদেহটি তার স্বামীর বলে জানায়। পুলিশ ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা
লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার একটি চায়ের দোকান আছে। তার মাথা পাওয়া যায়নি তবে
খোজাখুজি চলছে। স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে
পরিবারের দাবী। ধারনা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে
জবাই করে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয় দুস্কৃতকারিরা। বাইপাসের উপর রক্তমাখা স্থান ও পাশে একটি জুতা পাওয়া গেছে। সে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোজ ছিল।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, তিনিসহ সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সাথে সংশ্লিষ্ট এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে
গভীরভাবে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচনে পুলিশের একাধিক বিভাগ কাজ করছে। অচিরেই রহস্য উন্মোচনের আশা তার। এছাড়া মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।