Friday , 1 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদে ১৪ জন ও সদস্যা পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদে ১৪ জন ও সদস্যা পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন

ময়না (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সদস্য ও সদস্যা
পদে ২১ জনের মনোনয়ন জমা হয়েছে। এরমধ্যে সদস্য পদে ১৪ জন ও সংরক্ষিত নারী
সদস্যা পদে ৭ জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ৭টি পুরুষ ওয়ার্ড ও
৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। জেলা নির্বাচন ও সহকারি
রিটার্নিং কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে
বীরমুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দীনের স্ত্রী রোকেয়া মোসলেম উদ্দীন ও
রমজান আলীর মেয়ে মাহফুজা সুলতানা। সংরক্ষিত ২নং ওয়ার্ডে সদস্যা পদে
মনোনয়ন জমা দিয়েছেন রেজাউল ইসলামের স্ত্রী তহমিনা ইসলাম ও ওবায়দুর
রহমানের কন্যা সোনিয়া পারভীন শাপলা। সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্যা পদে
মনোনয়ন জমা দিয়েছেন শেখ মোজাহার হোসেন কান্টুর স্ত্রী রোজিনা পারভীন,
অসীম মৃধার স্ত্রী শিল্পী রাণী মহালদার ও মনসুরুল হকের স্ত্রী ফতেমা
খাতুন রিক্তা।
এছাড়া সদস্য পদে ১নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ইন্দ্রজিত দাস, সফিকুল
ইসলাম ও মীর জাকির হোসেন। ২নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন মতিয়ার রহমান
গাজী। ৩নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা ও
আব্দুল আনিস খান চৌধুরি। ৪নং ওয়ার্ডে কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। ৫নং
ওয়ার্ডে ফজলুল হক ও নুরুজ্জামান। ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও মহিতুর
রহমান। ৭নং ওয়ার্ডে মোর্তজা কামাল, গোলাম মোস্তফা ও ডালিম কুমার ঘরামী।
এছাড়া চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন যা আগামীকাল
(বৃহস্পতিবার) চেয়ারম্যান সদস্য ও সদস্যাদের সকল মনোনয়ন জমাদানের শেষ দিন
নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন।

About Syed Enamul Huq

Leave a Reply