Wednesday , 2 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী দালাল (৬৬) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২  ফেব্রুয়ারী) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী দালাল সাতক্ষীরা সদরের হাজিপুর গ্রামের মৃত মো. হামেজ উদ্দীন দালালের ছেলে। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খরব দেয়।
সাতক্ষীরা সদর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকতা অর্ঘ্য দেবনাথ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ ( ট-১১-০৫৫৭) নম্বরের ট্রাকটি যশোরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাইসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মার্গে পাঠায়।

About Syed Enamul Huq

Leave a Reply