পুরান ঢাকার বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও তাঁর পরিবারের স্মৃতিচারণা করেছেন। এ সময় তিনি বলেন, ‘নাজিরাবাজারে সাঈদ খোকনের বাবা থাকতেন। সে বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম।’
আজ শনিবার (২৫ মে) সকাল ১০টায় বঙ্গবাজারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাঈদ খোকন এখানে আছে।
১৯৫৪ সালে আমার বাবা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তখন ১৪ দিনের নোটিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন ৭৯ নম্বর নাজিরাবাজার, যেখানে সাঈদ খোকনের বাবা থাকতেন, সে বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম।
কাজেই পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নাড়ির টান আছে। এই অঞ্চলের মানুষ ভালো থাকুক সেটাই আমাদের লক্ষ্য।’
তাঁর মাথা থেকে রক্ত আমার গায়ে পড়তে ছিল। এত কিছুর পরও আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি হানিফ ভাই।’