Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
--সংগৃহীত ছবি

সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক:

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে তাকে।

মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। অপরদিকে মামলায় জামিন চেয়ে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রথম আলো অনলাইনের তথ্য মতে, গত রবিবার তাদের অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি ব্যবহার করে একটি ‘ফটোকার্ড’ করা হয়। তাতে ভুল করে জাকির হোসেনের জায়গায় একটি শিশুর ছবি সংযুক্ত করা হয়। এই অসংগতি নজরে এলে ১৭ মিনিট পরেই ফেসবুক পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে তা অনলাইনে প্রকাশ করা হয়।

শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ, এডিটরস গিল্ড বাংলাদেশ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। তারা এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিক্ষোভ মিছিল করেছে সিপিবি। প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাভার, ধামরাই, আশুলিয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যেভাবে তুলে নেওয়া হয়

সাংবাদিক শামসুজ্জামানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরে। আশুলিয়ায় আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। তিনি রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের ছোট ভাই।

শামসুজ্জামানের বাড়ির মালিক ফেরদৌস আলম কবির বলেন, “আমাকে সিআইডির লোকজন এসে জিজ্ঞেস করেছিল, শামসুজ্জামান এই বাসায় থাকেন কি না? আমি ‘হ্যাঁ’ বললে তাঁরা বাসায় ঢুকে তাঁকে নিয়ে যান। আমি জিজ্ঞেস করেছিলাম, কী কারণে নেওয়া হচ্ছে? একজন বললেন, এক রিপোর্টের কারণে তাঁর নামে মামলা হয়েছে। সেই মামলায় নিয়ে যাওয়া হচ্ছে।”

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি টিম এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসা থেকে একজনকে নিয়ে গেছে তারা।’

সম্পাদক পরিষদের বিবৃতি

শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তাঁকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বাকস্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায় পরিষদ।

এডিটরস গিল্ডের উদ্বেগ

About Syed Enamul Huq

Leave a Reply