বরগুনা প্রতিনিধি :
বরগুনা -২ (পাথরঘাটা -বামনা -বেতাগী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। (০১-জুলাই) শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা -২ (পাথরঘাটা -বামনা -বেতাগী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য -পদ্মা সেতু, মেট্রোরেল ,ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ,বঙ্গবন্ধু ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ,মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বুড়িগঙ্গা রেল সেতু নির্মাণ , গভীর সমুদ্র বন্দর রামপাল বিদ্যুৎ কেন্দ্র ,পদ্মা সেতুতে রেল সংযোগ,যমুনা রেল সেতু, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ,সমুদ্র বিজয়,১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ চলমান, শতভাগ বিদ্যুৎ, দোহাজারী- কক্সবাজার ঘুমধুম রেলপথ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, একসাথে ১০০ সেতু উদ্বোধন, দেশে প্রথমবারের মতো ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ, একসাথে ১০০ সড়কের উদ্বোধন, গৃহীনদের মাঝে জমি ও ঘর নির্মাণ, খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, রূপসা নদীতে রেল ব্রিজ নির্মাণ, খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, মুক্তিযোদ্ধা ,বয়স্ক ,বিধবা ,গর্ভ ও মাতৃত্বকালীন প্রতিবন্ধী ভাতা প্রদান, খুলনায় শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপন, খুলনা মংলা রেল লাইন নির্মাণ, খুলনা ভৈরব নদে নগর ঘাট ব্রিজ নির্মাণ ,খুলনায় আধুনিক কারাগার নির্মাণ। তিনি বর্তমান সরকারের এ সব উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বরগুনা ২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন । এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি এড.সঞ্জীব চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাং, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, এডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাংবাদিক জাহাঙ্গীর মৃধা প্রমূখ।

--প্রেরিত ছবি