সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাটধারি গ্রামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মারপিট, হত্যার হুমকি, আর্থিক ও সামাজিক মর্যাদা হানির হুমকির অভিযোগে ১০৭/১১৭ (গ) ফৌঃ কাঃ বিঃ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। একই গ্রামের আবু হানিফ বাদি হয়ে ঐ শিক্ষকসহ তার পরিবারের আরো ৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (গ) অঞ্চলে এই মামলাটি দায়ের করেন। যার এম আর মামলা নং-২২৮/২০২০ (গ)। মামলার আসামিরা হলো, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক মোঃ আবু হাসান বিদ্যু, বিলকিছ বেগম, রফিক খান, ফিরোজ খান, সোহরাব আলী আকন্দ ও মোহাম্মদ হাদি খন্দকার। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাটধারি গ্রামের জমশের আলী সরকার একটি বিবাদমান সম্পত্তির ভাগ-বাটোয়ারা দাবি করে একই গ্রামের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক মোঃ আবু হাসান বিদ্যু, বিলকিছ বেগম, রফিক খান, ফিরোজ খান, সোহরাব আলী আকন্দ ও মোহাম্মদ হাদি খন্দকারকে বিবাদী করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের যুগ্ন জেলা জজ ১ম আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করে। মামলা নং-১৫৭/২০২০। এতে ক্ষিপ্ত হয়ে ও বিবাদমান ঐ সম্পত্তি দখলের চেষ্টা করে উল্লেখ্য আসামিরা। এতে বাধা দেওয়ায় বাটোয়ারা মামলার বাদি জমশের আলীর ছেলে আবু হানিফ সরকারকে মারপিটের চেষ্টা করে আসামিরা। এসময় তারা বিবাদমান সম্পত্তি দখলে নিতে বাধা দিলে আবু হানিফ ও তার পরিবারের সদস্যদের মারপিট, হত্যার হুমকি, আর্থিক ও সামাজিক মর্যাদা হানির হুমকি প্রদান করে। আসামিরা অত্যান্ত প্রভাবশালি হওয়ায় স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে জেলা জজ আদালতে মামলা দায়ের করেন আবু হানিফ। এ বিষয়ে বাদি আবু হানিফ বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিরা প্রভাবশালি হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমি প্রশাসনের সহায়তা কামনা করছি।