সরাইল প্রতিনিধিঃ “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি- করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিন খান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুকবুল হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ- সহকারী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ওমোঃ শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও বার বার নিয়ম মেনে হাত ধোয়াই পারে মানুষকে করোনাসহ বিভিন্ন জীবাণু থেকে মুক্তি দিতে। করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে হেয়ালি নয়, জীবন বাঁচাতে প্রত্যেকে মাক্স ব্যবহার, বারবার নিয়ম মেনে হাত ধুতে হবে।’প আরও সচেতন হওয়ার আহ্বান জানান।