সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান বিজয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার মিলনায়তনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস,১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী” ও সরাইল মুক্তদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে অনুষ্টিত প্রস্তুতিমুলক সভায়,সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। সরাইল থানা ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, সরাইল উপজেলা প্রাণি সম্পদ ডা, এমরান ভূইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক , কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে’র সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।