Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত

সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। 
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণি সম্পদ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া ৩১২-সংরক্ষিত আসনের নারী সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। 
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপালের বাস্তবায়নে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তরের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। 
মো. জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, এড. জয়নাল উদ্দিন জয়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খাঁন। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইমরান ভূইঁয়াসহ গণমাধ্যমকর্মী ও খামারীগণ। 
পরে অতিথি বৃন্দগণ পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি মো. জামাল উদ্দিন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস—মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), প্রাণী প্রযুক্তি, বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা প্রভৃতি), মাংস প্রক্রিয়াজাত পণ্য ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী খামারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply