ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে সরাইল থানা হল রোমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার ৪৮ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ( সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান। সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম।সরাইল উপজেলা পূজা মন্ডপ কমিটির সভাপতি সুবিমল ধর অনু, সাধারন সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস,আনন্দময়ী কালিবাড়ির সভাপতি দিলীপ বনিক প্রমুখ।এ সময় বক্তারা বলেন,বর্তমান করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে পূজারীভক্ত এবং অতিথীদের পূজামন্ডপে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। তারা আরো বলেন,পাশাপাশি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পূজা কমিটির সদস্যবৃন্দগণকে আহ্বান করেন।