Thursday , 17 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকার পতনের সময় পুলিশ সদস্যদের হত্যা, ব্যবস্থা নিচ্ছে ডিএমপি
--ফাইল ছবি

সরকার পতনের সময় পুলিশ সদস্যদের হত্যা, ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

অনলাইন ডেস্কঃ

শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সরোয়ার জাহান।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান বলেন, ‘৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা, সেগুলো এখনো রুজু হচ্ছে।

গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি বলেন, ‘গত মাসে বিভিন্ন কারণে আমার ডিভিশনে ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ, আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন।

সরোয়ার জাহান বলেন, ‘আসলে পলিটিক্যাল আইডেন্টিটা তো এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী।’

অস্ত্র ও মাদক উদ্ধারে যে অভিযানগুলো নিয়মিত চলে সেগুলো চলমান আছে বলেও জানান ডিসিও।

About Syed Enamul Huq

Leave a Reply