Sunday , 16 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমানবাহিনী প্রধান
--ফাইল ছবি

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমানবাহিনী প্রধান

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (১৫ মার্চ) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবাহিনী প্রধান আগামী সোম ও মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফর করবেন। আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমানবাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমানবাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

আইএসপিআর আরো জানায়, বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সফর শেষে আগামী ২১ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply