Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সম্প্রীতি বাংলাদেশের ষষ্ঠ বর্ষে পদার্পণ
--ফাইল ছবি

সম্প্রীতি বাংলাদেশের ষষ্ঠ বর্ষে পদার্পণ

অনলাইন ডেস্ক:

‘সম্প্রীতি বাংলাদেশ’ প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষে পা রেখেছে গতকাল শুক্রবার। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নানা কর্মসূচি পালন করে আসছে সামাজিক সংগঠনটি। গত সংসদ নির্বাচনের আগে জনসচেতনতা গড়ে তুলতে ‘পথ হারাবে না বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি নিয়ে সব জেলা-উপজেলায় গেছে তারা।

২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ।

করোনা মহামারি শুরুর পর ২০২০ সাল থেকে ভার্চুয়াল অনুষ্ঠান করছে সম্প্রীতি বাংলাদেশ। প্রতি রবিবার রাত ৯টায় ফেসবুক লাইভে সম্প্রচার হচ্ছে ‘সম্প্রীতি সংলাপ’। এ পর্যন্ত ১৮৭টি সম্প্রীতি সংলাপ করেছে সম্প্রীতি বাংলাদেশ।

গতকাল সম্প্রীতি বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের মহাখালী কার্যালয়ে এক প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, সদস্য অধ্যাপক আ ব ম ফারুক, ছাদেকুল আরেফিন, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, মো. হেলালউদ্দীন, রেভারেন্ড মার্টিন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সাহা, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, অধ্যাপক বিমান বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, অধ্যাপক অসীম কুমার সরকার, ধীমান রায়, সিদ্দিকুর রহমান, তাপস হালদার, ডা. সুব্রত ঘোষ, আতাউর রহমান (জানু), কামরুজ্জামান সবুজ, আনোয়ার সাদাত লুপিন, সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply