Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
“সমসাময়িক হলে বঙ্গবন্ধুর নামে ‘অগ্নিবীণা’ উৎসর্গ করতেন নজরুল”
--সংগৃহীত ছবি

“সমসাময়িক হলে বঙ্গবন্ধুর নামে ‘অগ্নিবীণা’ উৎসর্গ করতেন নজরুল”

অনলাইন ডেস্ক:

সমসাময়িক সময়ে হলে কবি কাজী নজরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নিজ কাব্যগ্রন্থ অগ্নিবীণা উৎসর্গ করতেন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, ‘নজরুলের প্রথম যে কাব্যগ্রন্থ অগ্নিবীণা সেটিরও শতবর্ষ পূর্তি উজ্জীবিত হচ্ছে। নজরুল তাঁর জীবনের উৎকৃষ্ট সময়ে যে প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেন সেটিই তাঁকে সারা পৃথিবীতে মানবতার মুক্তির দূত হিসেবে, সাম্যের কবি, ভালোবাসার কবি, অসাম্প্রদায়িকতার কবি, মানবতার কবি হিসেবে গভীরভাবে স্থাপন করে।

উপাচার্য বলেন, ‘আমার ধারণা, যদি সমসাময়িক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন এবং তাঁর বয়স যদি সেই রকম হতো যেটি তাঁর হয়েছিল চল্লিশের দশকে, চল্লিশের দশক থেকে শুরু করে তিনি সেই সময়ে যে অসামান্য অবদান রেখেছেন, তাহলে কবি নজরুল নিঃসন্দেহে এই কাব্যগ্রন্থটি বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করতেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply