Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সনাতন ও ইসকন অনুসারীদের বিরোধ, জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

সনাতন ও ইসকন অনুসারীদের বিরোধ, জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্কঃ
ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি নিয়ে সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলমান উত্তেজনার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত মন্দির ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি জানান, উভয় পক্ষের মধ্যে যে কোনো ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিক রায় জিউ মন্দিরের জমি ও ব্যবস্থাপনা নিয়ে সনাতন ধর্মের প্রচলিত অনুসারী ও ইসকন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দুর্গাপূজা চলাকালীন এই মন্দিরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সেই ঘটনায় ফুলবাবু নামে এক সনাতন ধর্মাবলম্বী নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন প্রশাসন মন্দিরটি সিলগালা করে এবং কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
অতীতে এ নিয়ে প্রাণহানি ঘটেছে। এবছর শিবরাত্রি পূজা উপলক্ষে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’তিনি আরো জানান, এই সময়ে মন্দির এলাকায় চারজনের বেশি লোক একত্রিত হতে পারবে না, কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না এবং উভয় পক্ষের জন্য মন্দিরসংলগ্ন এলাকায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জিউ মন্দির নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব বহু পুরোনো। প্রতিবারই পূজা বা ধর্মীয় অনুষ্ঠানের সময় এ ধরনের উত্তেজনা তৈরি হয়। এতে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা আতঙ্কে থাকেন।স্থানীয় বাসিন্দা হরিপদ বলেন, ‘আমরা চাই, এই সমস্যার স্থায়ী সমাধান হোক। ধর্মীয় স্থানে এমন উত্তেজনা কাম্য নয়।’জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং ১৪৪ ধারা কার্যকর রয়েছে।

About Syed Enamul Huq