Sunday , 20 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : ইসি মাছউদ
--সংগৃহীত ছবি

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : ইসি মাছউদ

অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাই আপাতত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। তাই স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে চিন্তা করছি না। আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয়।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনার বলেন, ‘এই মুহূতে দেশে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই, সব মিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কী বলল, সেটা বিষয় নয়।
তিনি বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোনো কিছুই রিকোয়েস্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব রাজনৈতিক দলের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতিও নিচ্ছি। এরই অংশ হিসেবে সারা দেশে নির্ভুলভাবে ভোটার হালনাগাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ নির্বাচন নিয়ে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল থেকে হুমকি বা কোনো কিছুই পাইনি।
কে কী বলল এইটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই, আমরা আমাদের মতো করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। যদি রাজনৈতিকভাবে সবাই মিলে একমত হয় যে জাতীয় নির্বাচন পেছনে যাবে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে।’আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সময় আসুক, সময় আসলেই সেটা বোঝা যাবে। তবে এতটুকু বলি নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের বারণ করার কিছু নেই। তবে যদি সরকার কোনো একটা বিশেষ দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে আমাদের আইন অনুযায়ী তাদের যে নিবন্ধন আছে, সেটা বাতিল করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply