অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
সংক্ষিপ্ত এ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ।
আর সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। যা এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন