জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় সংসদে দেওয়া ভাষনের সংকলন ‘সংসদে বঙ্গবন্ধু’ ও মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম নিয়ে প্রণীত ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলাকালে বই দুটির মোড়ক উন্মোচন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. শামসুল হক টুকু, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
সূত্র: কালের কন্ঠ অনলাইন