দ্বাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। পরে ১৪ দলের শরিকদের সঙ্গে সমঝোতার ফলে আসনটিতে জাসদ নেতা মোশাররফ হোসেনকে নৌকা প্রতীক দেওয়া হয়। ফলে ফরিদুন্নাহার লাইলীকে নির্বাচন থেকে সরে যেতে হয়। তাঁকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য করা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে দলের একাধিক সূত্র।
আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘আমাকে এ বিষয়ে দল থেকে এখনো কিছু জানানো হয়নি। দলের সভাপতি শেখ হাসিনা আমার বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন আমি সেটাই মেনে নেব।’
১৪ দলের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার গত দুই মেয়াদে ফেনী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। এবার তাঁকে জোটের মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচনের আগে আসন সমঝোতার সময়ে শিরীন আখতারকে আওয়ামী লীগের কোটায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সে হিসেবে তাঁকে এবারে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
খুলনা-৩ আসনে কয়েকবার সংসদ সদস্য ছিলেন সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এবার তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত মন্নুজান সুফিয়ানকে এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য করা হতে পারে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেত্রীর নাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে আলোচনায় রয়েছে। তাঁরা হলেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম ও তারানা হালিম।
নাটোর-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুব মহিলা লীগের সাবেক সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি। তাঁর বাবা প্রয়াত আব্দুল কুদ্দুস নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের কয়েকবারের সংসদ সদস্য ছিলেন। কোহেলী কুদ্দুস মুক্তিকে এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দেখা যেতে পারে। তিনি বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।
চাঁদপুর-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী। জেলা কোটায় তাঁকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য করা হতে পারে।
সংরক্ষিত আসনে আলোচনায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের স্ত্রী শহীদ সুলতানা কামালের ভাতিজি নেহরিন মোস্তফা দিশি। তিনি ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দিশি আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য।
মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে দুজন জোরালো আলোচনায় আছেন। তাঁরা হলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার ও সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
চলচ্চিত্র অঙ্গনের মধ্য থেকে একজনকে সংসদ সদস্য করা হতে পারে। অভিনয় জগতের অনেকেই সংসদ সদস্য হওয়ার দৌড়ে আছেন, তাঁদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, চিত্রনায়িকা নিপুণ ও মাহিয়া মাহি প্রমুখ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সংরক্ষিত আসনে দক্ষ, সৎ, ত্যাগী নেতারা গুরুত্ব পাবেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কাউকে বা পরিবারের সদস্যদের মধ্যে যোগ্য কাউকে পাওয়া গেলে তাঁদের কথাও বিবেচনা করবে আওয়ামী লীগ।’