ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় প্রশাসনে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের নানা ষড়যন্ত্র ও বদলি বাণিজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘নবীনগরের ছাত্র-জনতা’ ব্যানারে স্থানীয় সমবায় মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু করেন তারা। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে নবীনগর প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন। পরে সেখান থেকে পৌরসভার কার্যালয়ে গিয়ে তারা বিক্ষোভ করেন।
ছাত্র-জনতার অভিযোগ- নবীনগর স্থানীয় প্রশাসনে এখনো সক্রিয় আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। তারা বদলি বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িত। তাদের একে অপরের যোগসাজসে পৌরসভার প্রধান সহকারী আব্দুল মোমেনকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলি করা হয়। মোমেন ভালো মানুষ, যে কারণে তাকে বদলি করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নবীনগর উপজেলার সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজু। তিনি বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আওয়ামীপন্থীদের কথামতো কাজ করছেন।
তারা সৎ কর্মকর্তাদের বদলি করছেন। এখন থেকে আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। যারা অন্যায়-অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সার্বিক বিষয়ে ইউএনও রাজীব চৌধুরী বলেন, ছাত্র-জনতার বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।