Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর

শোকাবহ অক্টোবর

আজ ১০ অক্টোবর ২০২১ইং তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং ঞযব উধরষু গড়ৎহরহম ঞরসবং এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের দশম দিন। তিনি গত ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন সংবাদপত্র জগতের এক অনন্য স্বপ্নদ্রষ্টা। স্বপ্ন পূরণের জন্য তিনি বাংলা ভাষায় “দৈনিক সকালবেলা” এবং ইংরেজী ভাষায় “দি ডেইলি মর্নিং টাইমস” নামে দুইটি পত্রিকা প্রকাশ করেছেন। সাংবাদিকতায় তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি খুব শৌখিন ছিলেন। সবসময় পরিপাটি ও গুছানো থাকতে পছন্দ করতেন এবং আমাদের বলতেন সুন্দর জামা-কাপড় পরিধান করলে শরীর ও মন দুটোই ভাল থাকে। তিনি গান শুনতেন এবং গুনগুন করে গান গাইতেন। বিশেষ করে রবীন্দ্র সংগীত ছিল তাঁর প্রিয়। ‘তুমি রবে নিরবে —-হৃদয়ে মম’- তিনি অফিস থেকে বের হবার সময় সিড়িঁ দিয়ে নামতে নামতে গাইতেন “ভালবেসে সখি নিভৃতে যতনে—-তোমার হৃদয় মন্দিরে-আরো গাইতেন ‘যখন পড়বে না মোর পায়ের চিহৃ এই বাটে—আমি বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে। তিনি অফিসে এসে নিদিষ্ট কাজ শেষ করে বই নিয়ে বসে পড়তেন। প্রায়শই তিনি আমাদের ডেকে বলতেন, শিক্ষার কোন বয়স নাই -শেষ নাই। যতবেশি বই পড়বে, ততবেশি জ্ঞান সমৃদ্ধ হবে। তোমাদের এখন অনেক কিছু শিখার সময়। তিনি আইনের উপর দুইটি গ্রন্থ রচনা করেছেন। ছাত্রাবস্থায় তিনি শিশু-কিশোরদের জনপ্রিয় সংগঠন চাদেঁর হাট’র খুলনা জেলা শাখার প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সমাজসেবক এবং পরোপকারী হিসেবে জনাব হক সকলের কাছে প্রিয়পাত্র ছিলেন। তিনি ছাত্রজীবনে নিজের পড়াশুনার খরচ বাঁচিয়ে গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফ্রি যোগান দিতেন। ঢাকার অনেক পথশিশু ভবঘুরেদের সাহায্য-সহযোগিতা করেছেন। রাস্তা থেকে ধরে এনে বিভিন্ন অফিসে চাকুরী দিয়েছেন। অত্যন্ত সহজ-সরল সাদা মনের এই মানুষটির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি- চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply