Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর

শোকাবহ অক্টোবর

আজ ৯ অক্টোবর ২০২১ইং তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের নবম দিন। তিনি গত ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখে ইন্তেকাল করেছেন। তিনি বাংলা ও ইংরেজী উভয় ভাষাতেই ছিলেন পারদর্শী। তিনি প্রথমে বাংলাদেশ বেতার, খুলনায় বাংলা সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে তিনি ইংরেজী ভাষায় সংবাদ পাঠ করা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ বেতার, ঢাকায় ইংরেজী সংবাদ পাঠক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শ্রুতিমধুর এবং ভরাট কন্ঠের অধিকারী। বাংলা এবং ইংরেজী বানানে তিনি ছিলেন নির্ভুল এবং অতুলনীয় প্রতিভার অধিকারী। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ (অনার্স) এবং একজন প্রথিতযশা আইনজীবি হওয়া সত্ত্বেও সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। সাংবাদিকতাকে তাঁর চিন্তা-চেতনা এবং ধ্যান-ধারণায় লালন করেছিলেন। দেশের অবহেলিত ও আপামর জনসাধারণকে নিয়ে সবসময় তিনি লিখেছেন। তারঁ ক্ষুরধার লেখনিতে দেশের অনেক অন্যায় ও অপরাধ দূর হয়েছে। সাংবাদিক তৈরীতে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। দৈনিক সকালবেলা’র বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে প্রতিনিয়ত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সময়ে সভা-সেমিনারের আয়োজন করতেন। সাংবাদিকতায় যাদের আগ্রহ ছিল তাদেরকে তিনি নিজ হাতে – কলমে শিক্ষা দিতেন। সংবাদ সংগ্রহের কৌশল এবং কিভাবে সংবাদ লিখতে হয় যতœসহকারে শিখিয়ে দিতেন। জনাব হক ছিলেন, সাংবাদিক গড়ার একজন দক্ষ কারিগর।
তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি- চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply