আজ ৪ ঠা অক্টোবর ২০২১ইং তারিখ- দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের চতুর্থদিন। তিনি ছিলেন সাবেক ইংরেজী সংবাদ পাঠক বাংলাদেশ বেতার, ঢাকা, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র সাবেক মহাসচিব। তিনি সংবাদ পাগল একজন মানুষ। সংবাদপত্র ও সাংবাদিকতা এই দুটো নিয়েই তাঁর আমৃত্যু পথ চলা। সাংবাদিকতা ছিল তাঁর নেশা ও পেশা। সৃজনশীলতা, সংবাদবোধ, তাৎক্ষনিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল একটি মহৎ গুণ। সমাজের উন্নয়ন, জনদূর্ভোগ, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করতেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে জনগণের সামনে তুলে ধরতেন। প্রয়াত সাংবাদিক সৈয়দ এনামুল হক সাংবাদিকতা ও সংবাদপত্রের মানোন্নয়নে সারা জীবন কাজ করেছেন। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) অনেক পূরনো একটি সংগঠন। সংগঠনটি সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গড়ে তুলে ছিলেন। তিনি নিষ্ঠার সাথে সংগঠনের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। সংগঠনটির সমস্ত কাগজ-পত্র এবং নির্বাহী কমিটির সভার গুরুত্বপূর্ন যেকোন সিদ্ধান্তের ব্যাপারে অন্যান্য সদস্যবৃন্দ তাঁর উপর নির্ভর করতেন। সাংবাদিক সৈয়দ এনামুল হক আজ আর আমাদের মাঝে নেই। আমাদের প্রাণপ্রিয় সম্পাদকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা । আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসিব করুন- আমিন।——চলবে