আজ ২০ অক্টোবর ২০২১, জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত ‘শোকাবহ অক্টোবর’ মাসের ২০তম দিন। গত বছরের ২৭ অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবেন না। আমরা কি হারিয়েছি এখন পদে পদে বুঝতে পারছি অভিভাবকত্ব কি। এই শুন্যতা কখনোই পূরণ হবার নয়। দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে,আসলেই তা কোনকিছুর বিনিময়ে পূরণ হবে না। দৈনিক সকালবেলা সাংবাদিকতা করতে এসে আমরা শিক্ষক, অভিভাবক, গুরুজন যা কিছুই বলি না কেন, খুব কম হয়ে যাবে। সৈয়দ এনামুল হক ছিলেন এমনই একজন। এই যুগে সম্পাদকদের সাথে তার তুলনা হয়না। তিনি তাঁর আর্দশ, সততা, নৈতিকতা কোনদিন বিসর্জন দিয়ে কোন কাজ করতেন না। কোটি টাকা ক্ষতি হলেও তিনি তার নীতিতে অটল থাকতেন। মাঝে মাঝে স্যারকে বলেছিলাম, আমাদের সকালবেলা’র এই কঠিন সময় থাকবেনা, আপনি যদি একটু ভেবে দেখেন অন্য পত্রিকাগুলি কিভাবে চলে। অল্পদিনে কোথায় চলে যাচ্ছে। নীতি, আর্দশ নিয়ে চলতে চলতে আপনি সকালবেলাকে প্রথম শ্রেনীতে নিতে পারবেন না। আপনি একজন আইনজীবি, আমাদের গর্ব হয় আমাদের স্যার সর্বগুণে গুণান্নিত ছিলেন। আজকাল এমন একজন সম্পাদক খুঁজে পাওয়া সত্যিই দুরুহ ব্যাপার। যেমন ছিলেন বাংলাতে, তেমনি ইংরেজিতেও তাঁর দক্ষতা ছিল অসামান্য। আজ একটা কথা না বললেই নয়, কিছু লোকজন তার সরলতার সুযোগ নিয়ে শেষ কয়মাসে তাঁকে খুব কষ্ট দিয়েছেন, যার ফলে মানসিকভাবে হয়রানির শিকার হন। তিনি বারবার বলেছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমার কোনরকম অভিযোগ নেই, শুধু আমার প্রাপ্যটা আমাকে ফিরিয়ে দিক। স্যার অনেকবার তাদেরকে অফিসে আসতে বলেছিলেন। আপনারা আসেন, সবাই মিলে একটা সমাধানের চেষ্টা করি। কিন্তু তারা কোন কথা শুনেননি। কি হবে? বড়জোড় এই ফেইসবুক পেইজ নিয়ে সকালবেলা’র নাম ভাঙ্গিয়ে কিছু মানুষের কাছ থেকে টাকা খাবে। একদিন সব হিসাব দিতে হবে একমাত্র উপরওয়ালার কাছে। সম্পাদক স্যারের কষ্টের দিনগুলির কথা খুব মনে পড়ছে। এখানে বসে খেয়ে এখানেই বেঈমানি। তারা এইভাবেই সারাজীবন চলবে, কোনদিন শোধরাবে না। কারণ টাকাই ওদের কাছে সবকিছু। একদিন যে, সবাইকে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে, এটা তারা ভুলে গেছেন। গত বছরের এই মাসে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বছর ঘুরে পার হয়ে গেল একবছর, এমন করে যুগের পর যুগ পার হবে। সবাইকে যেতে হবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।