আজ ১৫ অক্টোবর ২০২১ তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ১ম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের ১৫তম দিন। তিনি বিগত ২৭ অক্টোবর ২০২০ তারিখে ইন্তেকাল করেছেন।
তাঁর শৈশব কেটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সবুজ-শ্যামল, ছায়াঘেরা, পাখিডাকা এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা উমেদপুর গ্রামে। তিনি ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট এবং খুবই আদরের। মা আদর করে তাকে হিরু বলে ডাকতেন। মায়ের আদরের কলিজার টুকরো ছিলেন তিনি। ছোট বলে সবাই তাকে বেশি ভালবাসতেন। জনাব হক তাঁর মাকে অন্ধের মত ভালবাসতেন। তাইতো অফিসে তার নিজ কক্ষে মায়ের ছবি বাঁধাই করে রেখেছেন। সব সময় আমাদেরকে বলতেন মা-বাবা হলো জান্নাতের দুটো দরজা। মা-বাবার সাথে তোমরা কখনো উচ্চ স্বরে কথা বলবেনা। তাদের মনে আঘাত পায় এমন কোন কথা বলা যাবেনা। মায়ের পায়ের নিচে জান্নাত। সব সময় তিনি বলতেন, আজ আমার যা কিছু সাফল্য, অর্জন সব কিছুর মুলে আমার মা-বাবা। তাদের দোয়া ছিল বলেই আমি আজ এতদূর আসতে পেরেছি। আমি আমার মায়ে কষ্ট সইতে পারতাম না। মায়ের শেষ সময় যখন তিনি অসুস্থ্য ছিলেন আমি মায়ের কাছ থেকে এক মিনিট এর জন্য আড়াল হলেই মা আমাকে ডাকতে “আমার হিরু কই”। হয়তো মা-বাবা তাকে বেশি ভালবাসতেন বলেই সবার আগে মা-বাবার কাছে চলে গেলেন নিরবে, নিভৃতে চিরতরে। আমরা জনাব সৈয়দ এনামুল হক ও তাঁর মা-বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁদেরকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।