আজ ১২ অক্টোবর ২০২১ইং তারিখ- জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এই দুইটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীর মাস শোকাবহ অক্টোবরের ১২তম দিন। তিনি বিগত ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখে ইন্তেকাল করেছেন। সৈয়দ এনামুল হক বলতেন, দৈনিক সকালবেলা সব সময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে। যা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তিনি যেমন সরকারের উন্নয়ন কর্মকান্ড জাতির সামনে তুলে ধরেছেন, তেমনি সরকারের ভুল-ভ্রান্তিরও সমালোচনা করেছেন। অন্যদিকে গণমানুষের সুখ-দুঃখের সাথে আমরা ছিলাম একাত্ব। বিভিন্ন দৈব-দূর্বিপাকে আমরা অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছি, সুখ- দুঃখের কথা বলার চেষ্টা করেছি। অনেক সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও একটি সংবাদপত্রকে ২৪ বছর দূর্গম পথ পেরিয়ে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা সত্যিই দূরুহ ব্যাপার একথা বলা বাহুল্য। ইতিমধ্যে দৈনিক সকালবেলা পত্রিকাটি গণমানুষের প্রশংসা কুঁড়িয়েছেন।
“দি ডেইলি মর্নিং টাইমস” নামে সৈয়দ এনামুল হক এর আরো একটি ইংরেজী পত্রিকা রয়েছে। যার প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি নিজেই। তিনি বলতেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এই যেমন রয়েছে জীবন ঝুঁকি, তেমনি সম্মান রয়েছে। তিনি হলুদ সাংবাদিকতা মনেপ্রাণে ঘৃনা করতেন। যারা সাংবাদিকতা পেশায় নেমে চাঁদাবাজি করে, কার্ড দেয়ার সময় বলতেন, এখন আর দুই, তিন, নাম্বার নয়- দশ নাম্বার পার করেছে হলুদ সাংবাদিকরা। সবজি বিক্রেতার কাছেও প্রেস এর কার্ড পাওয়া যায়। তিনি বলতেন,আমি টাকার বিনিময়ে কার্ড বানিজ্য করিনা, এদের বিষয়ে খুবই সাবধান থাকতেন। তিনি সব সময় বিশেষভাবে সতর্ক ছিলেন। তিনি বলতেন, সাংবাদিকদের কাজ হচ্ছে সমাজের উন্নয়ন, অনিময়-দূর্নীতি, অন্যায়-অবিচার তুলে ধরে প্রশাসনের দৃষ্টিগোচরে নিয়ে আসা। যাতে করে প্রশাসন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সকালবেলা কোন সাংবাদিকের নামে যেন কোন অভিযোগ আমার দৃষ্টিগোচরে না আসে, সেই দিকে সবাইকে সর্তক করতেন। সব সময় তিনি বলতেন, একজন সৎ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হবে তোমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সহজ-সরল সাদা মনের এই মানুষটির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্ তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে