শেরপুর প্রতিনিধি :
শেরপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। আজ ০৪ অক্টোবর দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুনাহারসহ আরও অনেকে।
এবার শেরপুরে ১৩৪৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ২২ হাজার ৮শ২৪ জন, ১২-৫৯ মাস বয়সি ১লক্ষ ৭৯ হাজার ৭শ ১২ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ট্যাবলেট খাওয়ানা হবে।