দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার প্রতীক বরাদ্দের দিন। এদিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। পরে তা তুলে দেওয়া হয় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকারের হাতে।
এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ ছারহান নাসের তন্ময় এমপি, জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জ-১ ও সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ-২ আসনের প্রতীক বরাদ্দ করা হয়।
গোপালগঞ্জ-১ আসনে পাঁচজন ও গোপালগঞ্জ-২ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।