Tuesday , 28 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
“শুভ বিবাহ বার্ষিকী” সকালবেলা’র সম্পাদক দম্পতির ৩৫তম বিবাহ বার্ষিকী

“শুভ বিবাহ বার্ষিকী” সকালবেলা’র সম্পাদক দম্পতির ৩৫তম বিবাহ বার্ষিকী

আজ ৩০ আগস্ট । দৈনিক সকালবেলা’র প্রকাশক ও সম্পাদক, সৈয়দ এনামুল হক (মরহুম) এবং  অধ্যক্ষ বেগম নিলুফার আক্তার এর ৩৫তম  বিবাহ বার্ষিকী আজ। আজকের দিনে মনে পড়ছে স্যারের গত বছরের এই দিনটির কথা , মহাখুশি  ছিলেন স্যার, হাসিমাখা চেহারা  নিয়ে অফিসে এসে ছিলেন । আমরা একটা অভিনন্দন পোস্ট দিয়েছিলাম স্যারের বিয়ের ছবি দিয়ে অনলাইনে এবং ফেইসবুকে সেটা দেখানোর পর স্যার খুব হেসেছিলো আর বললো এই ছবি কোথায় পেলে? মনে মনে স্যার খুশি হয়েছিল । মিষ্টি মুখে-মিষ্টি হেসে  অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালেন । আজ ঐ দিনটি স্মৃতি হয়ে আমাদের অন্তরে বার বার আঘাত হানছে।

সকালবেলা’র পরিবারের মাঝে ছায়া হয়ে আছেন এবং থাকবেন সারাজীবন। মহান আল্লাহ্তায়ালার কাছে এই দোয়া করি তিনি যেন স্যারকে কবরে শান্তিতে রাখেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন- আমিন।

 

About Syed Enamul Huq

Leave a Reply