রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রো রেল সপ্তাহে ৬ দিন চলাচল করলেও যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাজ করছে বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
তারা জানান, এখানো এ বিষয়ে ঘোষণা হয়নি। তবে পরিকল্পনা রয়েছে।
বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই শুক্রবার থেকে মেট্রো রেল চলাচল করবে।
আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।
এছাড়া সকাল ৭টা ৩১ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত ট্রেনগুলোতে সব ধরনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।