মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে মাদক সেবন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল লাবিব (১৫) নামের এক কিশোর। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। গত রোববার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের কাঁঠালবাড়ির গোলাপ শিকদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি এলাকার জুলহাস বেপারীর ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, রাতে লাভিব তার বন্ধু কাওছার ও সুমনকে মোটরসাইকেলে তুলে বাংলাবাজার এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের নিজ এলাকা শিকদারকান্দি এলাকায় আসার পথে লাভিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে এসে ধাক্কা খায়। মুহূর্তেই মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। মোটরসাইকেল চালক লাবিবসহ কাওছার ও সুমন গুরুতর আহত হয়। এরপরে স্থানীয়দের সহযোগিতায় তাদের গুরতর অবস্থায় উদ্ধার করে এবং তাদের পরিবারেরর স্বজনদের ফোন করে দুর্ঘটনার খবর জানিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় লাবিব, কাওছার ও সুমনকে চিকিৎসার জন্য পাঁচ্চর ইসলামীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে থেকে তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায় চিকিৎসক। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যা¤॥^ুলেন্সে লাভিব মারা যায়। লাবিবের বন্ধু আহত কাওছার বলেন, লাবিব আমারে ও সুমনকে ডেকে নিয়ে গেল বাংলাবাজার এর দিকে। তারপর লাবিব বাংলাবাজার এলাকার বন্ধু সাথে নিয়ে গাঁজা সেবনের প্রস্তুতি নেয় এবং আমাদের খেতে বাধ্য করে। আমরা দুজন গাঁজা সেবন করে বমি শুরু করি। তারপর লাভিব অনেক গাঁজা খেয়ে গাড়ি ৭০ এর উপর স্পিডে চালাচ্ছিল। যার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, দুর্ঘটনার সময় আমাদের মাথায় কোনো সেন্স ছিল না। লাভিব বৈদ্যুতিক খুঁটির সাথে বাইক লাগিয়ে দেয়। তারপর আমার মাথায় আঘাত লাগে আর সুমন দেখি নিচে ব্যাথায় কাতরাচ্ছে, অনেক ব্যাথা পেয়েছে। লাভিব কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে স্থানীয় লোকজন আমাদের চিৎকার শুনে আমাদেরকে উদ্ধার করে। লাবিবের বাবা জুলহাস বেপারী বলেন, প্রতিপক্ষরা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’ এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘গত ৩১ মার্চ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে লাভিবের সাথে যে দুইজন ছিলো তাদেরকে আসামি করা হয়েছে। পুলিশ লাবিবের দুই বন্ধুকে আটক করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে অনুসন্ধান করে দেখা হচ্ছে।’