ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। শিগগিরই খুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুটি। চেনাব নদীর ওপর সেতুটি তৈরি হয়েছে। এটি এক হাজার ৩১৫ মিটার দীর্ঘ (৪,৩১৪ ফুট) এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উঁচু (১,১৭৭ ফুট)। এই সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে ভারতের প্রত্যন্ত অঞ্চলটিকে ভারত তার বিশাল রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে।
প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এই সেতুটি কাশ্মীরের দক্ষিণ জম্মু এলাকার রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরি গ্রামের মধ্যে অবস্থিত। শীতের সময় বিতর্কিত এই অঞ্চলের একটি বড় অংশ বাকি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত।
১৬৮ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিংক প্রকল্পের অংশ। যা এই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করবে। এই সেতুর কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। হাজার হাজার কর্মী এবং শত শত প্রকৌশলী মিলে তৈরি করেছে এই সেতু্।
সূত্র : আলজাজিরা