Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান চলবে অনলাইনে
--ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান চলবে অনলাইনে

অনলাইন ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম নিয়ে একটি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো প্রভাব ফেলবে না। যথাসময়েই ফল প্রকাশ করা হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের টিকাদান চলবে নির্ধারিত কেন্দ্রগুলোতেই। ’

তিনি জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কোচিং সেন্টারও বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি। সংক্রমণ কমে এলে দ্রুত ক্লাস খুলে দেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply