মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা বাঙালি হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি আর্থিক অনুদানের ১৭ লক্ষ ৩৬ হাজার টাকাার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মন্দির ও মন্ডপ কর্তপক্ষের নিকট এ অনুদানের চেক প্রদান করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার এমপি। শালিখা উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাস জানান, এবছর উপজেলায় ১২৪ টি মন্দির ও মণ্ডপে শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নে ১৬টি,তালখড়ি ইউনিয়নে ১৯টি,আড়পাড়া ইউনিয়নে ১৮ টি,শতখালী ইউনিয়নে ১০টি, শালিখা ইউনিয়নে ৭টি,বুনাগাতি ইউনিয়নে ৪০ টি,গঙ্গারামপুর ইউনিয়নে ১৪ টি পূজামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব কুন্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো: আরজ আলী বিশ্বাস,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিমল কৃষ্ণ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমূখ।